
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় রাজশাহীকে ৩-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর দল। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর বড় মাঠে অনুষ্ঠিত এ উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল পুরো মাঠ।
অন্তিম বাঁশি বাজার আগ পর্যন্ত দুই দলের আক্রমণ–প্রতিরক্ষায় ম্যাচটি ছিল জমজমাট। তবে দক্ষতা ও কৌশলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে সৈয়দপুর।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এসময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পুরো আয়োজনকে ঘিরে দিনাজপুর বড় মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। দর্শকদের উচ্ছ্বাসে বারবার মুখরিত হয় পুরো স্টেডিয়াম এলাকা।