রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

নাসিরনগরে উদিচী শিল্পী গোষ্ঠির শাখা সম্মেলন অনুষ্ঠিত

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি মহেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও তাবারক হোসেনের সঞ্চালনায় উদিচী নাসিরনগর শাখা’র নবম সম্মেলনের উদ্ভোধন করেন, নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান পুতুল রানি দাস।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচি ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান,সরাইল ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ,উদিচী সরাইল শাখার সভাপতি মোজ্জাম্মেল পাঠান,সংবর্ধিত দুই বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী ও সাবেক চেয়ারম্যান মো.রফিজ মিয়া,নাসিরনগর ললিতকলা একাডেমীর পরিচালক শেখর চন্দ্র কর্মকার প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করে সংগঠণের শিল্পীবৃন্দ।

সব শেষে সবার মতামতে মহেন্দ্র চন্দ্র দাস কে সভাপতি ও নিশাত সুলতানা রুমা কে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি গঠন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ