শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে বৈষম্যবিরোধী আন্দোলনগত শিক্ষার্থীদের বৃক্ষরোপণ সম্পন্ন

মো: রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

মো: রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈষম্যবিরোধী আন্দোলনগত শিক্ষার্থীদের উদ্যাগে বৃক্ষরোপণ সম্পন্ন ।

শনিবার(১৭ আগষ্ট) সকাল থেকে উপজেলা পরিষদ সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিভিন্ন ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করতে দেখা যায় ।
শিক্ষার্থীরা উপজেলার এল কে সিদ্দিক স্কয়ার, দক্ষিন বাইপাস ও উপজেলার পরিষদে বৃষ্টি উপেক্ষা করে বৃক্ষ রোপন করেন। এসময় বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের এই বৃক্ষরোপন অভিযানে শামিল হতে দেখা যায়।
এর আগে শিক্ষার্থীরা দেওয়ালিকা অঙ্গকন সহ বিভিন্ন দূর্ণীতি, মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন প্রতিবাদমূলক ও সচেতনমূলক লেখনির মাধ্যমে তাদের ভাষা প্রকাশ করতেও দেখা যায়। এছাড়াও বিভিন্ন হাট-বাজার, প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারী দপ্তরে গিয়ে দূর্ণীতি ও অনিয়মের বিষয়ে তদারকি করেন। সীতাকুণ্ড বৈষম্যবিরোধী শিক্ষার্থী মো:রাফি বলেন, আজ আমরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্হানে বৃক্ষরোপন করেছি। এর আগে দেওয়ালিকরণের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করেছিলো। একটি সুন্দর ও স্মাট সীতাকুণ্ড গড়ার লক্ষে আমরা শিক্ষাথীরা কাজ করে যাবো। আমরা সমাজে অনিয়ম, দূর্ণীতি, মাদকাসক্ত থেকে তরুণ সমাজকে দূরে রাখতে কাজ করছি। আশা করি আমরা সফল হবোই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ