শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

কুড়িগ্রামে আবাসন প্রকল্পের লক্ষাধিক টাকার গাছ কেটে নিলো দুর্বৃত্তরা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল আবাসন প্রকল্পে বেড়ে উঠা বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি সরকারি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় দুর্বৃত্তরা। প্রথম দফা গাছ কেটে নিয়ে যাওয়ার পর শনিবার (১৭ আগস্ট) সকালে আবারও গাছ কাটতে আসলে আবাসনের বাসিন্দারা ২টি গাছ উদ্ধার করেন।

গোরকমন্ডল আবাসনের বাসিন্দা মোন্নাফ আলী, মানিক চন্দ্র ও সুটকু বিশ্বাস জানান, গত ৫ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত রাতের আধারে বিশাল আকৃতির ২টি মেহগনি ও ২টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। এ সময় আবাসনের বাসিন্দারা গাছ কাটতে নিষেধ করলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এরপর শুক্রবার বিকালে আবারও দুর্বৃত্তরা একটি বিশাল আকৃতির কাঁঠাল গাছ ও মেহগনি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বাসিন্দারা বাধা দেয়। এ সময় গাছ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাছ দুটি বাসিন্দাদের জিম্মায় রাখেন। আটক গাছ দুটিসহ ৬টি গাছের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এস আই ইব্রাহিম খলিল জানান, সেখানে গিয়ে কয়েকটি গাছের গুড়ি পড়ে থাকতে দেখেছি। আবাসনের বাসিন্দাদেরকে গাছগুলো সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।

ফুলবাড়ী উপজেলার ইউএনও রেহেনুমা তারান্নুম জানান, আবাসনের গাছ কাটার বিষয়টি শুনে সেখানে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ