রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

চিতলমারীতে পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

বাগেরহাট প্রাতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রাতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপ-শাখায় অনলাইনের মাধ্যমে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে পূবালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানী ‘পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণার’ উদ্বোধন করেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় চিতলমারী উপ-শাখায় পূবালী ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো. শামসুদ্দোহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘অনলাইনভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকরা পূবালী ব্যাংকের সব শাখা ও উপ-শাখা থেকে ইসলামী ব্যাংকিং সুবিধা পাবেন। এর আওতায় তারা সব ধরনের আমানত হিসাব খুলতে, ভাঙাতে ও নবায়ন করতে পারবেন। সব শাখা ও উপ-শাখা থেকে তারা চেকবই গ্রহণ করতে পারবেন এবং যে কোনো ধরনের ব্যাংকিং নির্দেশনা দিতে পারবেন। যারা শরিয়া নির্দেশিত পন্থায় বিনিয়োগ নিতে আগ্রহী তাদেরও সব ধরনের সেবা দেওয়া হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান কে. এম. রাসেল, এস পিও ও চিতলমারী উপ-শাখার ব্যবস্থাপক মো. মোর্শেদ আলম, সিনিয়র অফিসার তন্ময় মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পাঠ করেন চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ইকবাল হোসেন। #

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ