বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর মো: নাইয়ুম ইসলাম, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

অঞ্জলি সেন বলেন, রাতে রমেশ সেন খাওয়া সেরে ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন বাড়িতে এসে তার খোঁজ করছিলেন। পরে আট দশজন তার শয়ন কক্ষে প্রবেশ করে এবং তাদের সাথে যেতে বাধ্য করে। এসময় বাড়ির বেশকয়েকজনের মোবাইল জব্দ করা হয়।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলা রুহিয়া সেন পাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। রমেশ সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন গোয়েন্দা পুলিশ। কোথায় নিয়ে যাবে সে বিষয়ে কিছু বলেন নাই তারা। তবে এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। তার স্বামী অসুস্থ, অনেক বয়স হয়েছে। সময়মতো ওষুধ না খেলে অরো বেশি অসুস্থ হয়ে পড়বেন বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ