
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শেষ হয়েছে দু’দিনব্যাপী তথ্যমেলা। বুধবার বিকালে শহরের স্বাধিনতা উদ্যানে বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরন করা হয। এবারের তথ্যমেলায় জেলা পর্যায়ের ২৬টি সরকারি ও বেসরকারী ষ্টল থেকে তাদের সেবা ও তথ্য অধিকার আইন সম্পর্কে নাগরিকরা প্রদান করেন।
বাগেরহাট জেলা সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অ্যাডভোকেট রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তথ্যমেলার আহবায়ক অ্যাডভোকেট মো. শাহ্ আলম টুকু, খানহাজান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দাকার আসিফ উদ্দিন রাখি, জেলা ক্যাব সভাপতি বাবুল সরদার, দূনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাকির আহমেদ, বাগেরহাট ফিল্ম সোসাইটির সভাপতি আব্দুল্লাহ বনি, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম প্রমুখ। #
বাগেরহাটে বাবাসহ দুই ভাইকে কুপিয়ে
আহতের মামলায় দুইজন কারাগারে
নিজ¯^ প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় বাবাসহ দুই ভাইকে কুপিয়ে আহতের ঘটনায় করা মামলায় দুই আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিমেন আবেদন করলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
কারাগারে প্রেরিত আসামীরা হলেন, মোংলা উপজেলার মাদুরপাল্টা-বাজিকর খন্ড গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে মোঃ কালাম সরদার (৪৫) ও মোঃ ইসলাম সরদারের ছেলে মোঃ আলাউদ্দিন সরদার (৩৫)।
মামলা সূত্রে জানাযায়, গেল ১৬ অক্টোবর সন্ধ্যায় মোংলা উপজেলার মাদুরপাল্টা গ্রামের সরকারি দীঘির পাড় এলাকায় দিলিপ কবিরাজের চায়ের দোকানের সামনের রাস্তায় মাদুরপাল্টা-বাজিকর খন্ড এলাকার মাজেদ মৃধার উপর হামলা করে মোঃ কালাম সরদার, মোঃ আলাউদ্দিন সরদারসহ অন্তত ২০-২৫ জন। মোঃ কালাম সরদার ও তার লোকজন মাজেদকে বেধরক মারপিট করতে থাকে। এক পর্যায়ে মাজেদের দুই ছেলে রিয়াদ মৃধা (২৩) ও নাঈম মৃধা (১৪) ঘটনাস্থলে এসে বাবাকে বাচানোর চেষ্টা করে। এসময় হামলাকারীরা মাজেদকে ছেড়ে দিয়ে রিয়াদ ও নাঈমকে মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ভাইকে গুরুত্বর আহত করে। হামলাকারীরা মাজেদের কাছে থাকা মাছ বিক্রির ২ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে যায়। এক পর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়রা উদ্ধার করে মাজেদ ও তার দুই ছেলেকে মোংলা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার একদিন পর মাজেদ মৃধা বাদী হয়ে মোঃ কালাম সরদার, মোঃ আলাউদ্দিন সরদার, মোঃ ফরিদ শেখসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯-১০জনকে আসামী করে মোংলা থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী মাজেদ মৃধা বলেন, মোঃ মোঃ কালাম সরদার একজন সন্ত্রাসী। তার কাছে অস্ত্র আছে।মোঃ কালাম সরদার, মোঃ ফিরদ শেখসহ কয়েকজন দীর্ঘদিন ধরে আমাকে হুমকি-ধামকী দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় তারা আমার উপর হামলা করে। আমার দুই ছেলে ও আমাকে মারপিট ও কুপিয়ে আহত করে। টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি হামলাকারীদের কঠোর শাস্তি চাই।
মামলায় বাদী পক্ষের আইনজীবি এ্যাড. ফকির ইফতেখারুল ইসলাম রানা বলেন, আসামীরা জামিন চাইলে আদালত দুইজনকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন। আশাকরি আমরা ন্যায় বিচার পাব। #