আসিফ ইকবাল, যশোর প্রতিনিধি।
যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম গত পহেলা ডিসেম্বর বুকে ব্যাথা নিয়ে ঢাকায় একটি বে সরকারী হাসপাতালে ভর্তি হন। পরিক্ষা নিরিক্ষা শেষে তার হার্টে দু’টি ব্লক ধরা পড়ে। ২রা ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় ওই হাসপাতালেই তার হার্টে সফল অস্ত্রপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষনে আছেন বলে জানিয়েছেন তার ছোট ভাই উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান।
এ দিকে অসুস্থ্য বিএনপি নেতার আশু সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যেগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর বেলা প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন ও সাইফুল ইসলাম রিংকু, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান, যুবনেতা মাহবুর আলম তুফান, বিএম মিঠু, নুরুজ্জামান, সাইফুল ইসলাম, কবির উদ্দিন, মোঃ রাসেল, বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া শেষে গ্রেনেড হামলা মামলা হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যহতি দেয়ায় নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করেন। কার্যালয়ের সামনে হতে মিছিলটি শুরু হয়ে তা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কার্যালয়ে এসে শেষ হয়।