মো:রমিজ আলী
সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্রদূত ক্লাবের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় জোড়ামতল চৌধুরী স্কয়ার হলরুমে ক্লাবের সভাপতি সায়েদ আহমদ এর সভাপতিত্বে মোহাম্মদ সোহেল হোসেন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খোরশেদ আলম, ক্লাবের সাবেক সভাপতি রাজু কামাল,কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী নেওয়াজ, ক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল আলম,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার আহমেদ জুয়েলসহ অগ্রদূত ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
মেধা বৃত্তি পরীক্ষায় নবম শ্রেণী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন রোজ গার্ডেন একাডেমীর শিক্ষার্থী মুনতাদির রহমান মাহিন, অষ্টম শ্রেণী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আদিত্য রাম আচার্য, আর সপ্তম শ্রেণী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন তালহা জুবায়ের।
মেধা বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৯ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ ৬৬ হাজার টাকা ১৮ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী ও সাটিফিকেট প্রদান করা হয়। উক্ত বৃত্তি পরিক্ষায় উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।