শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে নোয়াখালীর চাটখিলে জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ।

এমরান হোসেন সোহাগ নোয়াখালী প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

এমরান হোসেন সোহাগ নোয়াখালী প্রতিনিধি।

চাটখিল কামিল মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশ দাতা সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অপশাসনের সহযোগীদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী চাটখিল উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে চাটখিল পৌর শহরে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের পৌর শাখার সভাপতি মাওলানা আক্তার হোসেন, সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের নোয়াখালী জেলা শাখার শুরা সদস্য মাওলানা সাইফুল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব হযরত মাওলানা মহি উদ্দিন হাছান, মাওলানা রাকিব উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক নুর হোসেন রিয়াজ, উপজেলা সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমন, হযরত মাওলানা দেলোয়ার হোসেন প্রমূখ। সভা পরিচালনা করেন পৌরসভার সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন। এসময় বক্তারা স্বৈরাচার খুনি হাসিনার অপশাসনের সহযোগীদের অবিলম্বে বিচারের দাবিতে জোর দাবী জানিয়েছেন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন ছাড়া মানুষ শান্তি পাবেনা। সভা শেষে জামায়াতের এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়কে পদক্ষিন করেন, এসময় হাজার হাজার মানুষের সমাহর ঘটে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ