শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন: “আমরা সবাই এক শরীরের মতো” – তাসরিফ খান

মো সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান কেবল তার সংগীতের জন্য নয়, মানবিক দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্যও প্রশংসিত। তিনি দেশের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন, জুলাই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন, এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার অবস্থান সুস্পষ্ট করেছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রতিরোধের মুখে সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সরকারের বিরুদ্ধে বিতর্ক সৃষ্টি করতে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে নানা চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে, কুঁড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী তাসরিফ খান তার ভক্তদের সতর্ক করার জন্য এক ফেসবুক স্ট্যাটাসে বক্তব্য দিয়েছেন।

তাসরিফ তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, “যখন আপনার শরীরের কোথাও ব্যথা বা অসুখ হয়, আপনি কি তখন সেই অংশটি কেটে ফেলে দেন? না, আপনি চিকিৎসা করেন, মলম লাগান, এবং যত্ন নিয়ে সেরে ওঠার চেষ্টা করেন।”

তিনি আরো বলেন, “ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা একে অপরের সঙ্গে এক শরীরের মতো। শরীরের কোনো অংশে সমস্যা হলে তা সমাধান করা দরকার, কিন্তু শরীরের কোনো অংশ কেটে ফেললে তো তা আরো দুর্বল হয়ে যাবে। শত্রুপক্ষ সবসময় চায়, আমরা সামান্য ক্ষতবিক্ষত হলে নিজেদের দুর্বল করে ফেলি। কিন্তু তাদের সেই সুযোগ দেয়া যাবে না।”

তাসরিফের এই বার্তা আন্দোলনকারীদের একত্রিত হয়ে ও শক্তিশালী হয়ে থাকার আহ্বান জানাচ্ছে, যাতে তারা ঐক্য বজায় রেখে ফ্যাসিবাদ ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে পারেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ