মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

সাবধান করলেন সারজিস আলম, কারণ কী?

মো সালাম রাব্বানী দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে আন্দোলনকারীদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করায় তাদের প্রতি সাবধানবাণী দিয়েছেন সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি ১৩ নভেম্বর, বুধবার, ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দেন।

পোস্টে সারজিস আলম বলেন, “নাহিদ, আসিফরা জীবন দিয়ে রাজপথে নেমেছিল এবং কোনো বাহিনী কিংবা সরকারী চাপ তাদের পথ থেকে সরে যেতে পারেনি। DGFI, DB’র পাশবিক অত্যাচার সত্ত্বেও তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। হাসনাতরা তিন মাস আগে জানিয়েছিল, ‘we are open to be killed’।”

তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা তাদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে ছিল, এটি বুঝতে হবে। সহযোদ্ধাদের মধ্যে মাঝে মাঝে মান-অভিমান থাকতে পারে, তবে ন্যায়ের পক্ষে লড়াইয়ের কোনো অসুবিধা নেই। এ ধরনের সংগ্রামই আমাদের ঐক্যকে আরো শক্তিশালী করবে।”

সারজিস আলম আন্দোলনের যোদ্ধাদের প্রতি আস্থা রাখেন এবং বলেন, “সংকট যতই আসুক, আমার সহযোদ্ধারাই সব সময় পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সাহস এবং একতার মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ