এবি নিউজ ডেস্ক:
বিডি ক্লিন ঢাকা (উত্তর)-এর ১১ নং মহাখালী জোনের লজিস্টিকস সমন্বয়ক হিসেবে মোঃ জনি হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিডি ক্লিনের সাথে তার যাত্রা শুরু হয়েছিল ৫ মার্চ ২০২১ সালে ফার্মগেটের একটি ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে। তার অসাধারণ কর্মদক্ষতা ও প্রতিশ্রুতি প্রদর্শনের ফলে ১৫ আগস্ট ২০২১ সালে তাকে লজিস্টিক সদস্য এবং ৭ অক্টোবর ২০২২ সালে লজিস্টিকস মডারেটর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল।
জনি হোসেনের জন্ম কুমিল্লা জেলার হোমনা উপজেলার মনিপুর গ্রামে হলেও তার শৈশব এবং বেড়ে ওঠা হয়েছে ঢাকার তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকায়। তিনি তেজগাঁও নাখালপাড়া সরকারি বিদ্যালয় থেকে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ থেকে ২০১৮ সালে জেএসসি ও ২০২১ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
বর্তমানে তিনি সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে মানবিক বিভাগে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে বিডি ক্লিনের সাথে তার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি আরও শক্তিশালী হবে বলে আশা করা যায়।