এবি নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হওয়া ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের মার্কিন নির্বাচন জয়ী হওয়ার পর ৬ নভেম্বর, বুধবার ড. ইউনূস তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অভিনন্দন বার্তা প্রকাশ করেন।
অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। এটি মার্কিন জনগণের আপনার প্রতি আস্থার প্রতিফলন, যা আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও উন্নত ও বিশ্বব্যাপী অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক রয়েছে, যা আপনার প্রথম মেয়াদে আরও শক্তিশালী হয়েছে। এই অংশীদারিত্ব আরও গভীর এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সম্মিলিতভাবে কাজ করতে আগ্রহী।”