বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

কুড়িগ্রামে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম অদ্য ১৫ আগস্ট ২০২৪ সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা ব্রীজের পূর্ব পার্শ্বে ব্রীজের নিচে নদীর কিনারায় একটি ইঞ্জিন চালিত ডিঙ্গী নৌকায় মাদক পরিবহনের সময় মোট ০৪টি প্যাকেটে ১২ কেজি গাঁজা সহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী এলাকার মাদক কারবারি মোঃ রশিদুল ইসলাম (২৪), যতিন্দ্র নারায়ন এলাকার মোঃ চট্ট মিয়া (২৯) ও মোঃ হাফিজুল ইসলাম (২৪) দেরকে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ