জাবির আহম্মেদ জিহাদ
ডাক বাংলা সাহিত্য একাডেমি আয়োজন করেছে ‘ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪’, যেখানে কবিতা, শিশুসাহিত্য, গবেষণা, সাংবাদিকতা, গল্প, কথাসাহিত্য এবং সাহিত্য সংগঠনে বিশেষ অবদানের জন্য সম্মানিত হচ্ছেন ৭ জন প্রতিভাবান সাহিত্যিক। গত ২৭ অক্টোবর একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জুরি বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।
এ বছরের অ্যাওয়ার্ড প্রাপকেরা হলেন:
১. সুভায়ন খীসা (কবিতা),
২. মো. আদিল মাহমুদ (শিশুসাহিত্য),
৩. গাজী বেলাল উদ্দিন (গবেষণা),
৪. গাউছ-উর রহমান (সাংবাদিকতা),
৫. পুষ্পেন রায় (গল্প),
৬. মোঃ মোস্তফা চৌধুরী (কথাসাহিত্য),
৭. মাসুম আহমেদ রানা (সাহিত্য সংগঠন)।
ডাক বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৪ কমিটির আহ্বায়ক মোঃ আহসান হাবীব জানান, ‘ছয় মাসের কঠোর যাচাই-বাছাই ও বিশ্লেষণের পর উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করা হয়েছে।’ ২০২০ সালে প্রতিষ্ঠিত ডাক বাংলা সাহিত্য একাডেমি বিশুদ্ধ সাহিত্যচর্চা ও নবীন-প্রবীণের মিলনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।