জাবির আহম্মেদ জিহাদ
সারা দেশে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীরা। আজ জামালপুরের ইসলামপুর থানার মোড়সহ বিভিন্ন স্থানে তারা শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ পালন করেছে।
চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আনিসুর রহমান অভিযোগ করেন, “আমাদের চার বছরের ডিপ্লোমা হওয়া সত্ত্বেও অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো দশম গ্রেড দেওয়া হয়নি। স্বাস্থ্য খাতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার হচ্ছি।”
বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের জামালপুর আইএইচটি শাখার আহ্বায়ক কিবরিয়া গোলাম মহসিন ও সদস্য সচিব ফারদিন আহমেদ জানান, “আমাদের ৬ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করে আমরা রাজপথে অবস্থান করব।”
দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী শেখ আকিবুর রহমান বলেন, “স্বাস্থ্য খাতে আমাদের অবদান থাকা সত্ত্বেও আমরা বৈষম্যের শিকার। আমরা ইতোমধ্যে জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছি, কিন্তু কার্যকরী পদক্ষেপ না পাওয়ায় রাজপথে নামতে বাধ্য হয়েছি।”
শিক্ষার্থীরা আবেদন করেন, “আসন্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যৌক্তিক ৬ দফা দাবি দ্রুত মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলের ফেরার সুযোগ দিন। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।”
আগামীকালও শান্তিপূর্ণ অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন আহ্বায়ক কিবরিয়া গোলাম মহসিন। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।