1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাদরা প্রাথমিক বিদ্যালয় ভবনের নিম্নমানের কাজের বিরুদ্ধে মানববন্ধন টাঙ্গাইলের মধুপুরে বিনামূল্যে উচ্চফলনশীল ধানবীজ বিতরণ টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ। টেকনাফে অস্ত্রের মুখে পাহাড় থেকে দুই কৃষক অপহরণ গুলিবিদ্ধ ৩ গাজীপুরে কাজী আজিমউদ্দিন কলেজ পরিদর্শন করলেন জিএমপি পুলিশ কমিশনার খুলনার কয়রায় অবৈধভাবে গড়ে ওটা করাতকল ও স’ মিল বাগেরহাটে দু’দিনের তথ্যমেলা শেষ হয়েছে বাগেরহাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধোগতি কমানোর দাবিতে মানববন্ধন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দোগে বাগেরহাটে বিক্ষোভ ও সমাবেশ বাগেরহাটের রামপালে তিব্র লবনাক্মততার মাঝে আমনের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

জয়পুরহাটে মন্দিরে মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলাতে মন্দিরে মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টা থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দিরসহ উপজেলার বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় সার্বজনীন কালী মন্দিরে দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

কালি পূজা উদযাপন উপলক্ষে উপজেলার কালি মন্দিরসহ প্রতিটি মন্দিরে দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ। এছাড়াও উপজেলার পৌর এলাকার বিভিন্নধ কালি মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি কালি পূজা শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে দেখা গেছে। কালিপূজা শুরুর আগে শুক্রবার সন্ধ্যায় প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়ীতে দীপাবলি কালি পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন দেব-দেবী ও তুশলী পাঠে বিশেষ প্রার্থনায় মঙ্গল দীপ প্রজ্বলন করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নিহত পূর্ব- পুরুষদের স্মরণেও দীপ প্রজ্বলন করা হয়।

প্রতিবছর কার্তিক মাসের অমবর্ষা তিথিতে সারা রাত ব্যাপী অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই দীপাবলি কালি পূজা অনুষ্ঠিত হয়। প্রায় দুইশত বছর ধরে সাম্প্রদায়িক বন্ধনে এই দীপাবলি পূজাটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় অসংখ্য হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাড়াও আশে পাশের এলাকার মুসলিম জনগোষ্ঠীরা পূজা মণ্ডপ এলাকায় উপস্থিত থেকে অত্যান্ত আনন্দঘন সুশৃংখল পরিবেশে পূজার আনন্দ উপভোগ করে।

দীপাবলি কালি পূজা শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত জেগে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তার জন্য পাঁচবিবি থানা পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা প্রদান করেছেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার সনাতন ধর্মাবলম্বী মানুষজন অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে দীপাবলি কালীপূজা পালন করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পাঁচবিবি বিভিন্ন মন্দির এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD