শাকিল কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি।
কালিয়াকৈর কোনাবাড়ি পূর্বাণী এলাকায় বিডি ক্লিন টিম নিয়ে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে।
আজ ২ নভেম্বর শনিবার, গাজীপুর কালিয়াকৈর কোনাবাড়ি পূর্বাণী গার্মেন্টস সংলগ্ন বিডি ক্লিন টিম দলবদ্ধ ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লিপ্ত ছিল বিডি ক্লিন টিম।
বিডি ক্লিন একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী প্ল্যাটফর্ম। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।
বর্তমান বাংলাদেশে ৬৪ জেলায় এবং ১৫২ এর অধিক বিডি ক্লিন টিম রয়েছে।
বিডি ক্লিন টিম জানান, কালিয়াকৈর উপজেলা পরিষ্কার পরিচ্ছন্নতা হিসেবে কাজ করতে চাই তাদের এ আশা নিয়ে সর্বসময় বিডি ক্লিন কাজ করে আসছে।বিডি ক্লিন কালিয়াকৈর সর্ববৃহৎ উপজেলা টিম। বর্তমানে কালিয়াকৈর উপজেলা উপ-সমন্য়ক হিসেবে কাজ করতেছে।
কালিয়াকুর উপজেলা বিডি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন তাই সর্বসময় কাজ করছে পরিচালনায় রয়েছে উপ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে মোঃ মনির ছালেকিন।
সহ সময়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃসাগর আহমেদ।
সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছে মোঃকাজী জিম।