শেখ সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়ন প্রেমের বাজার এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। এছাড়া সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী শামছুর রহমান মন্টু, সফিউদ্দিন ভূঁইয়া, এডভোকেট শামিমা আক্তার সাম্মি আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সাবেক প্রতিমন্ত্রী এ সময় বলেন বিএনপি দাঙ্গা হাঙ্গামা চায়না শান্তি চায়, আসুন আমরা সবাই মিলে সুন্দর শান্তিপ্রিয় সোনারগাঁও গরি। বিএনপি নাম ভাঙ্গিয়ে কেউ অপরাধ করলে তাকে প্রশাসনের কাছে তুলে দিন। বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জনগনের সেবায় কাজ করুন।