মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়া,লক্ষীপুর,রামগঞ্জ প্রতিনিধি:
রামগঞ্জের কৃতি সন্তান এডভোকেট জাহিদুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা এর এসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়ায় তাকে গণ সংবর্ধনা প্রদান করা হয়।
আজ ১লা নভেম্বর সকাল ১০:৩০ মিনিটে তার রামগঞ্জ চেম্বারে উপজেলা জেড ফোর্সের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক ইকবাল ফরিদসহ তার নিজ এলাকা ৩নং ভাদুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় সংবর্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ভাদুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ পাটোয়ারী, সাবেক সভাপতি এনামুল ও নুর নবী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা যথাক্রমে, সাইফুল ইসলাম, ফরিদ, কামাল হোসেন প্রমুখ ব্যাক্তিবর্গ।
এ সময় এডভোকেট জাহিদুল ইসলাম বলেন, আমি জাতীয়তাবাদী আইনজিবি কোরামের একজন সদস্য। বিগত সময় গুলিতে আওয়ামী ফ্যাসিবাদের সময় সারাদেশে বিএনপি নেতা কর্মীদের বিভিন্ন মামলায় আমি আইনি সহায়তা দিয়ে এসেছি। সামনের দিন বলেই তো দেশবাসীর পাশাপাশি রামগঞ্জের জনগনের যেকোনো প্রয়োজনে আমি সবার পাশে থাকবো।
৩নং ভাদুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম আমাদের গর্ব। তারই পদোন্নতিতে আনন্দিত। আমরা আশা করি অতীতের ন্যায় সামনের দিনগুলিতেও তিনি আমাদের পাশে থাকবেন।