মোঃ কামাল উদ্দিন কোম্পানীগঞ্জ প্রতিনিধি নোয়াখালী।
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নিরীহ ভূমিহীনদের কে উচ্ছেদ করে তাদের জায়গা জমি দখলের চেষ্টা করছে যমুনা এগ্রো গ্রুপের প্রোপ্রাইটার মোঃ আসাদুল্লাহ, রাফি।
সূত্রে জানা যায়, চর কলমিতে আসাদুল্লাহ রাফির মুরুগির খামার এবং মাছের প্রজেক্ট সহ একাধিক ব্যবসা রয়েছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে ক্যাডার বাহিনীদেরকে সঙ্গে নিয়ে ভূমিহীনদেরকে উচ্ছেদ করে এবং মানুষের জায়গা জমির জাল কবলা করে নিজ দখলে নিয়ে আসে। সাধারণ জনগণ এব্যাপারে কিছু বলতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হামলা মামলার হুমকি দেয় এবং জলাবদ্ধতা আবদ্ধ করে স্কুলের ছাত্র-ছাত্রী যাতায়াতে অনেক কষ্ট স্বীকার হয়। এতে এলাকার মানুষ সব সময় আতঙ্ক থাকে জনগণের দাবি আসাদুল্লাহ রাফিকে অতি দ্রুত এই ধরনের দুষ্কৃতিকারক কাজ থেকে সরিয়ে আসার জন্য এবং তাকে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান।
এলাকার স্হানীয় আঃ রহিম গণমাধ্যমকে জানায় আসাদুল্লাহ রাফী একজন আওয়ামীলীগের চায়নার গুরুপের সন্ত্রাসী তাকে এ এলাকার সবাই ভয় পায়।
তার ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে চায় না। কারণ সে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত ও মিজানুর রহমান বাদলের স্ট্যাডিং গুরুপের সদস্য।
এসময় শত শত মানুষ রাফীর এসমস্ত কাজের শাস্তি দাবিতে মিছিল করে।