জাবির আহমেদ জিহাদ
জামালপুরের ইসলামপুরে আগামী ১ নভেম্বর থেকে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের আয়োজনে একটি বৃহৎ ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু হতে যাচ্ছে।
‘মোস্তফা আল মাহমুদ ফুটবল টুর্নামেন্ট’ নামক এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো যুবদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকাসক্তির হাত থেকে তাদের রক্ষা করা।
গুঠাইল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ইসলামপুরের বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৭৫ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এ বিষয়ে আব্দুলাহ আল সিনার বলেন, “আমরা চাই যুবকরা মাদকের কবলে না পড়ে, খেলাধুলার মাধ্যমে নিজেদের সময় কাটাবে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”
ফুটবল টুর্নামেন্টের কমিটির প্রধান আহ্বায়ক নাবিল বলেন, “মোস্তফা আল মাহমুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আমাদের অঞ্চলের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা যুবদের মধ্যে একতা গড়ে তুলতে চাই।”
ইসলামপুর ফুটবল একাডেমী,ইসলামপুর পৌরসভা,হাফিজ পাঠাগার ফুটবল একাডেমী,সেভেন ব্রাদার স্পোর্টিং ক্লাব সহ আরও অন্যান্য ১১টি দল অংশগ্রহণ করবে।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা ফিলিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর কবির, ইসলামপুর থানার অফিসার ইনচার( ওসি) সাইফ উদ্দিন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। দর্শকদের জন্যও এই টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করার সুযোগ থাকবে। মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আশাবাদী যে, এই টুর্নামেন্ট স্থানীয় যুবকদের মধ্যে প্রতিযোগিতা এবং খেলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।