ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :
ঝিনাইদহে মাসব্যাপী মেয়েদের কারাতে প্রশিক্ষণের সমাপ্ত ও সনদ বিতারণ
ঝিনাইদহে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মেয়েদের আত্ম-রক্ষার্থে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের সমাপ্ত ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাসব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।
সেসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও সোতোকান কারাতে দো ঝিনাইদহের পরিচালক এবং প্রশিক্ষক কাজী আলী আহাম্মেদ লিকু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাসব্যাপী কারাতে প্রশিক্ষণে অংশ নেয় জেলা শহরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের চারটি স্কুলের ২৫ জন মেয়ে শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতারণ করা হয়।