মো: রবিউল ইসলাম
বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেরুননেছা বৃদ্ধাশ্রম থেকে গভীর রাতে এক বৃদ্ধকে বের করে নিয়ে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার ফুলবাড়ী ইউপির ছোট সোহাগী গ্রামে অবস্থিত মেহেরুননেছা বৃদ্ধাশ্রমে। ঐ রাতে আশ্রিত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মুনসুর আলী (৬৫) কে অজ্ঞাতদের সহযোগিতায় আশ্রম থেকে বের করে নিয়ে যায়। বিষয়টিতে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধাশ্রমের সভাপতি মো. আপেল মাহমুদ। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদ্বয় হিংসাপরায়ণ হয়ে এবং প্রতিষ্ঠানটির অপূরণীয় ক্ষতির উদ্দেশ্যে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে অজ্ঞাতদের সহযোগিতায় বৃদ্ধাশ্রম থেকে কৌশলে মুনসুর আলীকে বের করে নেয়। তাকে আশ্রম থেকে প্রায় ১ কিলোমিটার দূরে জনৈক মেজবাহ মণ্ডলের গাছ বাগানের মোড়ে রাস্তার উপর রেখে যায়। রাস্তার উপর ওই বৃদ্ধকে দেখে একই গ্রামের ভ্যান চালক সবুজ তার স্ত্রীর মাধ্যমে বৃদ্ধাশ্রমে খবর দেয়। পরে ভোর রাত ৪টার দিকে কয়েকজন গিয়ে বৃদ্ধ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মুনসুর আলকে আশ্রমে নিয়ে আসে। বৃদ্ধাশ্রমের সভাপতি আপেল মাহমুদ সন্দেহ প্রকাশ করে বলেন, অভিযুক্তদ্বয় পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে ওই বৃদ্ধকে হত্যার উদ্দেশ্যে নিয়ে যায়। এ সময় পথচারী বা মানুষের আনাগোনা টের পেয়ে তারা বৃদ্ধকে রাস্তায় রেখে চলে যায়। তিনি আরও বলেন, অভিযুক্তদ্বয় দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটির ক্ষতি করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে লেখালেখি করে আসছে। তাদের বিরুদ্ধে আমরা গত ২০২৩ সালের ১৩ আগস্ট ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীদের নিয়ে প্রতিবাদ সমাবেশ করি। এরপরেও তারা থামেনি। সুষ্ঠু তদন্তে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
লিখিত অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।