মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার গোড়ল পুলিশ তদন্তকেন্দ্র কর্তৃক ৯৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিলসহ একটি রেজিষ্ট্রেশন বিহীন কালো রংয়ে পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিক নির্দেশনায় গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোস্তাকিম ইসলামের নেতৃত্বে এএসআই হাচানুর রহমান, আম্মান হাচিন ও হেলাল উদ্দিনের বিশেষ অভিযানে সোমবার (২৮ অক্টোবর) এই মাদক উদ্ধার হয়।
সরেজমিনে দেখা গেছে, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলাধীন চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া হাট হতে নামুরী যাওয়ার পথে ভাংগামাল্লি নামক স্থানে নিয়মিত তল্লাশী অভিযান চলাকালে উত্তর দিক থেকে আসা মাদক কারবারী পুলিশ দেখে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
পরে উপস্থিত জনতার সামনে তল্লাশী চালিয়ে মোটরসাইকেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রাখা ৮০ বোতল ও সীটের নীচে রক্ষিত ১৯ বোতলসহ মোট ৯৯ বোতল ফেন্সিডিসহ মোটর সাইকেলসহ জনসম্মুখে সিজার লিস্ট করে গোড়ল তদন্ত কেন্দ্রে নিয়ে যান।
এ বিষয়ে গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোস্তাকিম ইসলাম বলেন, মাদকের বিষয়ে এসপি মহোদয়ের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে ও সমাজকে মাদক মুক্ত করতে এই অভিযান চলমান থাকবে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।