মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী :
সেনবাগ বাজারের প্রধান সড়কে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বাস্তবায়ন করার লক্ষে নেতাকর্মীদের অংশ গ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর ) নোয়াখালীর সেনবাগ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন আগামী ২নভেম্বর বিকেল ৩টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সেনবাগ বাজারের প্রধান সড়কে কর্মী সম্মেলন বাস্তবায়ন করার লক্ষে নেতাকর্মীদের অংশ গ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়।
সেনবাগ বাজারের জিরো পয়েন্টে মিছিল শেষে বক্তব্য রাখেন, সেনবাগ পৌরসভার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন মিয়াজি। এসময় আরো উপস্থিত ছিলেন, সেনবাগ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল হুদা মিলন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী আলা উদ্দিন, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ জিয়া উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আলা উদ্দিন আলো, জামায়াত নেতা হাজী নজির আহমেদ, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।