গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল
গাজীপুর কালিয়াকৈর উপজেলা কলেজ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে আজ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন কালিয়াকৈর কলেজ ছাএদল।
আজ ২৯ অক্টোবর সকাল ১১:৩০ ঘটিকায় কলেজ ছাএদল বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন।
কালিয়াকৈর কলেজ ছাএদলের সভাপতি পদপ্রার্থী সৈয়দ রাকিবুল হাসান রেজভী(বাবু) নেতৃত্বে কালিয়াকৈর কলেজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন কলেজ ছাএদল।
কালিয়াকৈর কলেজের উপাধ্যক্ষ জনাব মোঃ আলাউদ্দিন জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সকল প্রকার আদর্শকে বুকে ধারন করে কলেজের সকল শিক্ষকবৃন্দ ও ছাএবৃন্দ এ কর্মসূচী পালন করেন।
কালিয়াকৈর কলেজের বৃক্ষ রোপন কর্মসূচী পালনে আরো নেতৃত্ব দেন সিনিয়র যুগ্ম আহবায়ক এম ডি আলাল আহমেদ। যুগ্ম আহবায়ক সজীব হোসাইন। ছাএ নেতা কৌশিক। তুষার। সীমান্ত। মারুফ আরো কলেজের সকল ছাএবৃন্দ উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।