মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

মো: রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

মো: রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৮ অক্টোবর কে স্মরণ করে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার পৌর জামায়াতের নেতাকর্মীরা।

গত(২৮ অক্টোবর) সোমবার বিকাল ৪ টায় সীতাকুণ্ড পৌরসদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে একটি সাধারণ সভা করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তারা বলেন,বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর বুকে জনসম্মুখে ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ বৈঠা নিয়ে নিরাপদ জামায়াত কর্মীদেরকে পিঠিয়ে হত্যা করেছে। বাংলার মানুষ গত ৫ আগষ্ট এই খুনীদের দেশ ছাড়া করেছে। এখন মানবতাবিরোধী অপরাধে খুনি হাসিনাসহ আওয়ামী লীগের সকল দোসর খুনিদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি মো. তাহের, উপজেলা সহ সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শিবলী ও অ্যাডভোকেট আশরাফুর রহমান, পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, অধ্যক্ষ নুরুল কবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি কাজি নজরুল ইসলামসহ পৌর জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ