মো:ওমর ফারুক রকি
চট্টগ্রাম (প্রতিনিধি)
ইমামনগর,ভাটিয়ারী জাহাজ কাটারম্যানের মোহাম্মদ নাজিম এর বাড়িতে হামলা চালিয়ে স্ত্রীকে মারধর ও লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে।
শনিবার, রাত ৫টার সময় রোকিয়া বেগম,সেলিনা বেগম, মোঃ মনির ও তানিয়া বেগম সহ আরো প্রায় অজ্ঞাত পাঁচ থেকে ছয় জন যুবক নিয়ে বাড়ির গেটের সামনে এসে দাড়ায় এবং অকাত্য বাসায় গালাগালি করে।
এক পর্যায়ে গেট ভাঙার চেষ্টা করলে হোসনে আরা বেগম গেইট খুলেন। তখন,দুর্বৃত্তরা ঘরে ঢুকে আসবাবপত্রে ভাঙচুর চালায় ও এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ সময় দুর্বৃত্তরা তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল; আলমারিতে থাকা ২৭ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ হোসনে আরা বেগম ।
তিনি,আরও বলেন সেদিন আমার স্বামী মোহাম্মদ নাজিম নাইট ডিউটিতে ছিলো এবং একা বাসা ছিলাম আমি। এবং, এ সময় টার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাসায় হামলা চালাই এবং লুটপাট করে।
তিনি, বলেন পূর্বে আমাকে ও আমার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিল তারা,তার প্রেক্ষিতে আমার স্বামী মোহাম্মদ নাজিম একটি অভিযোগ দায়ের করেন থানায় কিন্তু তারা এটি তোয়াক্কা না করে আমার বাসায় ৫টার সময় হামলা চালায় এবং আমার সকল আসবাবপত্র ভেঙ্গে ফেলে লুটপাট করে আমার স্বর্ণ অলংকার ও আলমারিতে থাকা নগদ ২৭ হাজার টাকা।