জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৯ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস ও আদিবাসীদের উপর হামলা,ঘরবাড়িতে অগ্নিসংযোগ,লুট, ভাংচুর, নির্যাতন বন্ধ করতে র্যালী ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে ১১টায় নিয়ামতপুর উপজেলায় র্যালি ও বিক্ষোভ সমাবেশ বের করে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত সমাবেশে
সভাপতিত্ব করেন স্বপন পাহান সহ সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আইচন পাহান সাধারণ সম্পাদক জাতীয় আদিবাসী পরিষদ পোরশা,নকুল পাহান দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি জাতীয় আদিবাসী পরিষদ, মধু সরদার সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ রসুলপুর ইউপি,বাসন্তী উরাও সদস্য জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা,চঞ্চল পাহান সাধারণ সম্পাদক আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা। তারা বক্তব্য বলেন
ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি নবগঠিত অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরেন সমতলের আদিবাসীরা।
সমাবেশে বক্তারা আরও বলেন, বিভিন্ন সরকারের আমলে সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশনের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যত কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সমতলের আদিবাসীদের দারিদ্র নিরসন ও জীবনমান উন্নয়নের জন্য বিগত সরকারগুলো সামান্য কিছু বরাদ্দ ছাড়া আর কিছু দেয়নি।
দেশে আদিবাসীরা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বলে সমাবেশে মন্তব্য করেন আদিবাসী নেতারা।
তারা বলেন, উন্নয়নের নামে নিজ ভূমি থেকে উচ্ছেদ, ভূমি বেদখল, মিথ্যা মামলা, ধর্ষণ, হত্যা, আদিবাসীদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।সকল আদিবাসী নারী-শিশুর ওপর নিপীড়নের ঘটনা বাড়ছে। এসব ঘটনার কোনোটিরই সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি।
সমাবেশে অন্তর্বর্তী সরকারের কাছে আদিবাসী নেতাদের তুলে ধরা দাবির মধ্যে আছে সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে, অন্তর্বর্তী সরকারে সমতল অঞ্চলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, দেশের সংবিধানে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে, আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত করতে হবে।
আদিবাসী অধ্যুষিত অঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থায় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে, সমতলের আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের জন্য জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে বিশেষ ব্যবস্থা করতে হবে, সমতলের আদিবাসীদের ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার্থে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে।
উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি অধিগ্রহণ, বেদখল ও উচ্ছেদ বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, সব আদিবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নিরাপত্তা নিশ্চিতকরণ। এছাড়াও এসময়
সুরেশ হেমব্রোম সদস্য জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুর,উজ্জ্বল মাহাতো আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর,নিরেন পাহান আদিবাসী ছাত্র পরিষদ পোরশা, বিশ্বজিৎ মিন্জ সাবেক সাধারণ সম্পাদক শ্রীমন্তপুর,মানিক এক্কা আহ্বায়ক জাতীয় আদিবাসী পরিষদ বাহাদুরপুর ইউপি,সজল সরদার সদস্য,নরেন পাহান সভাপতি পাড়ইল, শিরিম পাহান সাধারণ সম্পাদক পাড়ইল,তরনী মাহাতো সদস্য, স্বপন মাহাতো সদস্যসহ বিভিন্ন যুব,ছাত্রসমাজ দল, জনসাধারণ উপস্থিত ছিলেন।বক্তব্য শেষে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ মোরশেদ স্যার বরাবর স্মারক লিপি প্রদান করেন এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সেনা প্রধান মেজর তাওহীদ তানিম।এসময় সেনাপ্রধান বলেন আপনার সকলে একতাবদ্ধ হয়ে কাজ করেন আমরা আপনাদের পাশে সবসময় সেবায় নিয়োজিত আছি বলে আশ্বস্ত করেন।