সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের বিশাল সমাবেশ

রনি ইসলাম,ভোলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

রনি ইসলাম,ভোলা প্রতিনিধি।

অদ্য শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বোরহানগন্জ বাজারে পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে অত্র ইউনিয়নের পুরাতন পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন থানা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতবর।তিনি বলেন বর্তমানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীর কালো হাত এবং চক্রান্তকে প্রতিহত করতে হবে।শ্রমিক দল রাজপথে আছে থাকবে।পাশাপাশি অন্যান্যরাও বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি পক্ষিয়া ইউনিয়ন বিএনপির মূল দলের সভাপতি সবেক চেয়ারম্যান জনাব মোঃ সেলিম ভাই ও সম্পাদক এটি এম লোকমান।পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শামীম।
উপস্থিত ছিলেন যুবদল নেতা,জসিম মাতবর, সবেক মেম্বার নুরনবী হাওলাদার ও তৈয়ব মাতবর।

এবং উক্ত সমাবেশ এবং মিছিলে প্রত্যক্ষ অংশগ্রহণ করে ইউনিয়ন শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন হাওলাদার এর নেতৃত্বে একটি বিশাল মিছিল পুরাতন পরিষদ থেকে পুরো বোরহানগঞ্জ বাজার মিছিল মিছিলে প্রদক্ষিণ করে এবং উক্ত সমাবেশকে সাফল্যমন্ডিত করেন।নিজাম ভাই বলেন ৫ ই আগস্ট এর পর ভোলা ০২ আসনের সংসদ সদস্য বোরহানউদ্দিন ও দৌলতখানের মাটিও মানুষের প্রাণ, প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয়ের দিকনির্দেশনায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, ঐতিহ্যবাহী ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দল অকাতরে কাজ করে যাচ্ছে।আমরা এবং আমাদের নেতা অস্থিতিশীল পরিবেশের বিপক্ষে। এই বাজারে কোন মারামারি হানাহানি ধ্বংসযজ্ঞ হতে দেইনি।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রমিক দলের সাংগঠনিক শাহাবুদ্দিন হাওলাদার , সিরাজ মিয়া,মোঃ আলমগীর, মো লিটন,গিয়াসউদ্দিন প্রমুখ ব্যক্তিগণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ