মোঃ কামরুজ্জামান সম্পদ
বন্ধু স্মৃতি সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে উক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন শহর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডাকুরচক বায়তুল হাম জামে মসজিদের সভাপতি মোঃ মতিউর রহমান মতি।
উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি বলেন, খেলাধুলা মাদক ও সন্ত্রাস থেকে দুরে রাখে। শরীর ও মন ভালো রাখে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীর উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিন ক্রীড়া চর্চা করা।
রাজাপুর আনছার ও সমাজ উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম তুষার, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মহিদুল হাসান, ওয়ার্ড বিএনপির নেতা রানা শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মিনারুল ইসলাম সাকু,বিএনপি নেতা তারিকুল ইসলাম পিন্টু, যুবদল নেতা সজিব আহমেদ, স্বেচ্ছাসেবক দলনেতা মোস্তফা আল ঠান্ডু, বগুড়া সদর স্টিল আয়রন ইঞ্জিনিয়ারিং শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, জাহিদ হাসান, অত্র ক্লাবের সদস্য সোহাগ হাসান, রাশেদ হাসান প্রমূখ।উক্ত উদ্বোধনী খেলায় বিবাহিত ৩-০ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে । ম্যাচ পরিচালনা করেন মোঃ বকুল।