শ্যামল চন্দ্র রায়
জলঢাকা নীলফামারী প্রতিনিধি ।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকার আমন ধান চাষীরা বিপাকে পরেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে ।ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাংলাদেশের উত্তরবঙ্গে বিভিন্ন এলাকা আমন ধান নষ্ট হয়ে গেছে।
ধান চাষীরা বলছেন কিছুদিন আগে বন্যার কারনে কিছু কিছু জমি তলিয়ে গিয়ে ধান ক্ষেত নষ্ট হয়। কিন্তু বাকি যে ধান ক্ষেত ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাতাস সহ বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায়। আমাদের এলাকায় এবার দুর্ভোগ দেখা যেতে পারে।
নীলফামারীর জলঢাকার বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়। এ ঘটনায় এলাকাবাসী খুবই চিন্তিত ।
তারা আমন ধান চাষ করে ধান গোলায় তুলতে পারবেন না বলে জানান ।