গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল
আজ শুক্রবার ২৫ অক্টোবর। সকাল ১০:০০টা হতে বড় কান্চানপুর গোলবার ঢালে বিভিন্ন একদল সেচ্ছাসেবীকে কাজ করতে দেখা গেছে। তাদের মূল উদ্যেশ্য হচ্ছে কালিয়াকৈর হতে মাওনা ফুলবাড়িয়া রুটে আগাছা দমন করা। সেখানে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে এবং রাস্তার আশে পাশে বিভিন্ন ঝোপ জংগল রয়েছে এতে এ রুটে প্রতিদিন দুর্ঘটনা প্রায়ই ঘটে যায়। আগাছা দমন করার জন্য সকাল হতে কাজ করছে সেখানকার সেচ্ছাসেবীরা।
কালিয়াকৈর রক্তদান সংগঠন এবং বৈষম্য বিভিন্ন ছাত্র সমাজ পরে তাদের সাথে যুক্ত হন কালিয়াকৈর টিমের মোঃ মনির হোসেন, জুয়েল পালোয়ান, রিপন মিয়া,তামজিদ, আরামিন,মোঃরুবেল আরো অনেকেই সেখানে এক সঙ্গে কাজ করেন।