গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল আহমেদ।
আজ বৃহস্পতিবার ২৪অক্টোবর গাজীপুর কালিয়াকৈর উপজেলার বন বিভাগের উচ্ছেদ এর ঘটনা কেন্দ্র করে কালামপুর পাঁচলক্ষী বক্তারপুর গ্রামের সরকারি জমির উপর স্থাপনা ভেঙ্গে ফেলছে নিজ উদ্যোগে.
আমরা এসব গ্রাম ঘুরে দেখলাম তাদের নিজ নিজ সরকারি ঘরবাড়ি ভেঙে ফেলছে।
কালামপুর স্থানীয় এক ব্যক্তি আমাদের জানান ১০বছর যাবত সরকারি জমি দখল করে আসছে কিছু ব্যক্তিরা।
পাচলক্ষী গ্রামের এক স্থানীয় ব্যক্তি আমাদের জানান সে বলে অনেক বছর যাবত আমরা এ জমি ভোগ করতেছি এখন আমরা কোথায় যাব এখন বলছে অনেক ভুক্তভোগীরা।
বক্তারপুর গ্রামের মোঃ ইমরান হোসেন আমাদের জানান সরকারি বন বিভাগের জমির উপর অনেক স্থাপনা গড়ে উঠেছে একে একে অনেক ঘর বাড়ি তৈরি হচ্ছে নিত্য প্রতিদিন। এখন উচ্ছেদ অভিযান দেখে ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে সবাই নিজ নিজ উদ্যোগে।