আবদুর রউফ, চৌদ্দগ্রাম।
কুমিল্লার চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নবগঠিত চিওড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকে জাতিকে উদ্ধার করে নতুন স্বাধীনতা এনে দেওয়ার জন্য দেশের ছাত্রজনতা সহ আপামর সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ৫ আগস্টের পূর্বে সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে নিহত হওয়া আবু সাঈদ-মীর মুগ্ধ সহ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পঙ্গুত্ব বরণকারী ও চিকিৎসাধীন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে উপজেলার চিওড়া রাস্তার মাথা এলাকায় এ উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম ফরিদ আমিন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ ফারুক আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।
উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এম এইচ তামজিদ এর সভাপতিত্বে ও উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এন এইচ রাসেল বাঙালী র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ কবির খাঁন, যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান, উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নিজাম বাঙালী, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য, প্রবাসী মোঃ মহিন উদ্দিন, প্রবাসী সাইফুল ইসলাম মিয়াজী প্রমুখ।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।