শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এ স্লোগানকে সামনে রেখে রামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
‘নিরাপদ সড়ক চাই’ এর রামগঞ্জ উপজেলা সভাপতি ইউনুস বেলালের সভাপতিত্বে র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার।
রামগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি রামগঞ্জ পুলিশ বক্স হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা কার্যলের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন রামগঞ্জ মডেল কলেজ বিএনসিসির প্রশিক্ষক প্রফেসর হাবিব উল্লাহ, রামগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হেলাল হোসেন, নিরাপদ সড়ক চাই রামগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় রামগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসির ও রাবার স্কাউটস এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা সড়ক চলাচলে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক আইন মেনে যাতায়াত করার জন্য জনগণকে উৎসাহিত করেন।