মো: রমিজ আলী,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
আজ(২২ অক্টোবর) বুধবার বিকাল ৩টায় উপজেলার বাশঁবাড়ীয়া ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন লিমন, জেলা ছাত্রদলের সহ সভাপতি রুস্তম আলী, সহ-সাধারণ সম্পাদক আল জাবেদ,সহ- সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন রাব্বি, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্র নেতা মো:আজগর,অনিক,রিয়াজ,আরাফাত,ইমরান,আবিদ,জুয়েল, দিনার,ফাহাদ,রিদয়,রাকাত,মাইনুল,মিশকাত অভি,আরাফাত,আকিব, সানজিদ,সিফাত,জিয়া,নিলয়,ইমন,তানভীর,আরিফ, ফাহিম,জাহেদ, কফিল,নিশাদ,রাকিব সহ আরো অসংখ্য ছাত্রদল নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল বক্তারা বলেন, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী ও বিএনপি এবং সাধারণ জণগণের উপর নির্বিচারে গুলি চালিয়ে অনেককে হত্যা করেছে।তাদের সন্ত্রাসী হামলায় অনেক বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে।এমন কি অনেক সাধারণ শিক্ষার্থীদের অঙ্গহানি ঘটেছে।তাই এই সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
বক্তারা আরোও বলেন,শুক্রবার গভীর রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা জামালখান রাস্তায় মিছিল করেছে। প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে হত্যাকাণ্ডে জড়িতরা।কিন্তু প্রশাসন কোনো ব্যবস্তা নিচ্ছে না।হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।
পুলিশ প্রশাসন স্তবিবতার সমালোচনা করে বক্তারা বলেন, রাতের অন্ধকারে গণহত্যায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছে এটি প্রশাসনের ব্যর্থতা।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়,আমার ভাই কবরে খুনি কেন বাহিরে/ছাত্রলীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান /ছাত্রলীগের আস্তানা জালিয়ে দাও পুড়িয়ে দাও/যেখানে মুজিব কোঢ সেখানে প্রতিরোদ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে বিক্ষোভ মিছিলটি বাশঁবাড়ীয়া কাঁচা বাজারে সামনে সমাপ্ত হয়।