ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :
২২ শে অক্টোবর মঙ্গলবার ঝিনাইদহ জোহান পার্কের সামনে দিন ব্যাপি অনুষ্ঠিত হয় সোনালীকা ডে সার্ভিস ও মেলা। এসিআই মটরস এর ঝিনাইদহের ডিলার মোঃ ইয়ানুর রহমান (রয়েল) ও ঝিনাইদহের সর্ব স্তরের ট্রাকচালক মালিকেরা একত্রিত হয়ে ফিতা কেটে শুরু করেন এই সার্ভিস ডে মেলা।
মেলাতে ছিলো ৬ টি বুথ আর এই বুথের মাধ্যমে দেওয়া হয়েছে সকল ড্রাইভার ও মালিকের সুবিধা। যার মধ্যে গুরুত্বপূর্ণ বুথটি ছিলো, হেলথ বুথ। যেখানে সবাইকে ফ্রিতে চেকআপ করে ফ্রি ঔষধ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আরও একটা বুথ যে বুথে সারাদিন তৈরি হয়েছে জিলাপি ও পিয়াজি ভাজা, যেখানে সবাইকে ফ্রিতে খাওয়ার অনুমতি ছিলো সারাদিন।
মেলাতে ছিলো আরও ২ টি খেলা, যেটার মাধ্যমে সবাই অংশগ্রহন করে, পুরস্কার পেয়েছেন ৬ জন। এবং মতবিনিময় সভায় শোনা হয়েছে সকল ট্রাক্টর মালিকের সফলতার গল্প, দেওয়া হয়েছে মুল্যবান পুরস্কার। মেলা উপস্থিত থাকা সকল ট্রাক্টর ড্রাইভার ও মালিকেরা সারাদিন ঘুরেছেন নতুন গাড়ি কিনেছেন, বিশেষ ছাড়ে ক্রয় করেছেন বিভিন্ন পার্টস। প্রতি বছরই এসিআই মটরস এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সোনালীকা ডে সার্ভিস মেলা।