সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা নেই বলে বেকার যুবকেরা সোনালি স্বপ্নের আশা নিয়ে বিদেশে পাড়ি দিতে চান। এ জন্য অনেকে জায়গাজমি বা শেষ সম্বলটুকু বিক্রি করতেও দ্বিধা করেন না। কিন্তু জুয়েল রানা নামের প্রতারক চক্রের খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার স্বপ্ন শুধু শেষ হয় না, পথের ভিখারি হওয়ার দশায়ও পড়ছে অনেককে।
সীতাকুণ্ডে বিভিন্ন শ্রেণী পেশার অসহায় মানুষ থেকে মোহাম্মদ জুয়েল রানা নামের এক প্রতারক হাতিয়ে নেয় বিপুল পরিমাণ এর অর্থ। মোহাম্মদ জুয়েল রানা গাজীপুরের বাসিন্দা কিন্তু বহু বছর ধরে চট্টগ্রাম,ঈদগা বউবাজার মসজিদের সংলগ্নে ভাড়া বাসায় থাকেন।
দীর্ঘদিন এ প্রতারক চক্র বিদেশে লোক পাঠানোর নামে সীতাকুণ্ড, অলংকার ও বিভিন্ন এলাকায় তারা অফিস ভাড়া নিতেন। সে ঠিকানা ব্যবহার করতেন তারা এবং বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট করত ভুক্তভোগীদের। এবং,তা দেখে আকৃষ্ট হয়ে যোগাযোগ করলে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়ে তারা চলে যেতেন আত্মগোপনে যোগাযোগের সব পথ বন্ধ করে দিতেন।
ভুক্তভোগী দিদারুল আলম দিদার,বলেন বিদেশ নিয়ে যাবে বলে তার কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নেই এ চক্রের এক সদস্য। তাছাড়া আমার এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ থেকেও, বিদেশ নিয়ে যাবে বলে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ এর অর্থ। এবং,তাদের বিরুদ্ধে কোন ধরনের মামলা করতে গেলে হত্যার হুমকি দিয়ে ভয়-ভীতি দেখায়। ভুক্তভোগীদের অভিযোগ, গবাদিপশু বিক্রি, জমি বন্ধকসহ সুদে এনে লাখ লাখ টাকা তুলে দেন জুয়েল রানার হাতে। বিশ্বাস অর্জন করতে অসহায় এসব যুবককে বিভিন্ন ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক দেয় জুয়েলরানা। অথচ তার কোনো ব্যাংক অ্যাকাউন্টেই নেই টাকা। পাওনা টাকা ফেরত চাইলে টালবাহানা করে শুরু করে সে। একপর্যায়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা এ প্রতারক। পরে আদালত ও প্রশাসনের দ্বারস্থ হন ভুক্তভোগীরা।