শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা ৬নং লামচর ইউনিয়নে বেড়ির বাজারে এমন ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার (২০ ই অক্টোবর) রাত ৮ টা বাংলাদেশ জামায়াতে ইসলামী(রুকন) ৬নং লামচর ইউনিয়ন সভাপতি মাজহারুল ইসলাম(৭০) এর সহধর্মিণী ইন্তেকাল করেন। সোমবার(২১শে অক্টোবর) সকাল ৯ টা স্ত্রীর জানাযায় চলাকালীন অসুস্থ হয়ে পড়ে মাজহারুল ইসলাম , রামগঞ্জ আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে দুপুর ২টা কুমিল্লায় জামায়াত নেতা মাজহারুল ইসলাম ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (রুকন) ৬নং লামচর ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি। মাওলানা বদিউজ্জামাল নূরানি মাদ্রাসা সহকারী শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন, ২০০৩ সালের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন করা ক্বারী নুরুল ইসলামের ছোট ভাই তিনি।
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃদ্বয় বলেন, মাজহারুল ইসলাম সংগঠনের নিবেদিত প্রাণ ছিলেন, নির্লোভ, সত্যনিষ্ঠ,ব্যক্তিত্ববান, আমলদার মানুষ ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সব নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমিন।