সুমাইয়া মোস্তাকিম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বুধবার (১৪ই আগস্ট) শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক সুমাইয়া মোস্তাকিম কে দেড়মাস পর রক্ত দিতে গিয়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন উপদেষ্টা খোকন।আন্দোলন কারি সুমাইয়া মোস্তাকিম জানায় তিনি একজন থেলাসেমিয়া রোগি। তিনি শিবগঞ্জ একতা ক্লিনিক এ জাকরিরত অবস্থায় অসুস্থ হয়ে পরে।ক্লিনিকের ডক্টর এর পরামর্শ নিয়ে সে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল এ এডমিট করান প্রায় দুই বছর আগে।সেখানে প্রথম অবস্থায় জানতে পারেনি তিনি থেলাসেমিয়ার রোগী। দীর্ঘ একমাস হসপিটালে চিকিৎসা নিতে থাকেন তিনি।এর মাঝে প্রায় দুই লাখ টাকার পরিক্ষা করেন তিনি।তারপরে জানতে পারেন তার বাম কিডনিতে পাথর,মডারেটর স্প্লিনোমেগালি,ও লিভারে সমস্যা রয়েছে।এর পর ডক্টর এর পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে থাকে তিনি। তারপরেও সে শারীরিক দূর্বলতা অনুভব করে দীর্ঘ ২মাস পর আবারো তিনি শহিদ জিয়াউর রহমান মেডিকেল এ ভর্তি হন।এর পর জানতে পারেন তিনি তার ফুসফুসে ইনফেকশন ও বিটা থেলাসেমিয়ায় ভুগছেন।ডক্টররা ধারনা করেন তার বাবা মায়ের রক্তের গ্রুপ এক হওয়ার কারনে সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এর পর থেকে রেগুলার ব্লাড ট্রান্সমিশন করে আসছেন তিনি।আন্দোলন চলাকালিন তিনি রক্ত দিতে দেরি করে।এবং মঙ্গলবার (১৩আগস্ট) মাথা ঘুরে পরে যান তিনি।এই খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক কমিটির প্রধান উপদেষ্টা মো: মোকাররম হোসেন খোকন দেড়মাস পর সুমাইয়ার প্রান বাঁচাতে নিজেকে ঝুকির মুখে ফেলেন।(১৪ আগস্ট )রক্ত দিয়ে অসুস্থ হয়ে জান মোকাররম হোসেন খোকন। এতে তার পরিবার তার ওপর রাগারাগি করলে তিনি জানায়, সাধারন মানুষের সাহায্যের জন্য নিজের প্রান দিতে রাজি তিনি।