বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

অনেক গুনে গুন্নানিত এ কে এম রেজাউল করিম এখন দৈনিক যায়যায় দিনের বিশেষ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, একজন বিশিষ্ট কলামিস্ট, সমাজসেবক, রাজনীতিবিদ এবং মানবাধিকার আইন বিশেষজ্ঞ, দৈনিক যায়যায়দিন পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন।

রেজাউল করিম বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়াও, তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে মানবাধিকার ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর কর্মজীবনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনীতি, মানবাধিকার, দুর্নীতি, এবং বাংলাদেশের সংস্কার নিয়ে গবেষণা ও বিশ্লেষণ।

মানবাধিকার কর্মী হিসেবে এ কে এম রেজাউল করিম দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সমাজের দুর্নীতি, অনিয়ম এবং মানবাধিকারের লঙ্ঘন নিয়ে লিখে আসছেন এবং দেশের সামগ্রিক সংস্কারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন।

যায়যায়দিন পত্রিকায় তাঁর যোগদান পাঠকদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ