মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
কুমিল্লার মুরাদনগরে সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনসহ ১৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগে এনে বাঙ্গরা বাজার থানায় মামলা করেন এক ব্যবসায়ী।
সোমবার (২১অক্টোবর) বাঙ্গরা বাজার থানায় ১৪ জনকে নামীয় ও ২০/৩০ জন অজ্ঞাত নামা আসমী করে চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের আবুল কাশেমের পুত্র ব্যবসায়ী মাসুক মিয়া (৩৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশে ১৪ জনের একটি সন্ত্রাসী দল রামচন্দ্রপুর বাজারের মেসার্স কাশেম এন্টারপ্রাইজের চাউলের আড়তে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে লোকজন দোকান পাট ছেড়ে দিক বেদিক ছুটাছুটি করেন। এসময় চাউলের আড়তের ক্যাশ থেকে ১২ লাখ টাকা ও ১শ বস্তা চাউল লুটে নেয় সন্ত্রাসীরা। এসময় ব্যবসায়ী মাসুক মিয়া বাঁধা প্রদান করলে তাঁকে লোহার পাইপ ও হকিস্টিক দিয়ে পিটিয়ে হাত – পা ভেঙে দেয়।
মামলার বাদী মাসুক মিয়া বলেন, ” সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন আমার কাছে চাঁদার জন্য তার পালিত সন্ত্রাসবাহিনী পাঠায়। এসময় তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে হাত পা ভেঙে দেয় এবং দোকান লুট করে ১শ বস্তা চাউল ও ক্যাশ থেকে নগত ১২ লাখ টাকা নিয়ে যায়। তখন আওয়ামীলীগ সরকারের ক্ষমতাসীন এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ভয়ে মামলা করতে পারিনি ” ।
এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আল মাহমুদ বলেন, ” চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনকে মামলায় হুকুমের আসামী করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।