মো:সালাম রাব্বানী
বিরল,দিনাজপুর
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দ্বিমুখী বক্তব্যের সমালোচনা করেন। হাসনাত বলেন, “ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সরকারের পুনর্গঠনের পাঁয়তারা চলছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে।”
তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের আগে আমরা একত্রিত হয়ে আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। কিন্তু এরপর নিজেদের রাজনৈতিক স্বার্থে বিভক্ত হয়ে পড়েছি। এর ফলে আওয়ামী লীগ পুনর্গঠন ও ফ্যাসিবাদের চেষ্টা করছে।