রিপোর্টর : এমরান হোসেন সোহাগ।
ঘূর্ণিঝড়ের কবলে লক্ষিপুর জেলার চন্দ্রগন্জ থানার ৭নং বশিকপুর ইউনিয়নের ৪নং শিবরামপুর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম (খোকন) এর বসতঘরটি ভেঙ্গে মাটির সঙ্গে মিশে যায়, এসময় ঘরে থাকা মানুষজনের তেমন ক্ষতি না হলেও যাবতীয় আসবাবপত্র নষ্ট হয়ে যায়। বর্তমানে অসহায় নজরুল ইসলাম আর্থিক অবস্থার অবনতির জন্য তার পরিবার নিয়ে থাকার জন্য বসতঘরটি মেরামত করতে অসক্ষম হয়ে পড়ে,তিনি ইউএনও, এবং এলাকার সকলের নিকট মানবিক সহায়তার আবেদন করেন।
যোগাযোগ
নজরুল ইসলামঃ ০১৮১৯৭৮১২৩০