শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

“আগেই ভালো ছিলো”: মূল্যস্ফীতি নিয়ে তীব্র সমালোচনা

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

এ কে এম রেজাউল করিম

দেশের দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটিতে অতীতের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে বর্তমানে যেসব মানুষ “আগেই ভালো ছিলো” বলে মন্তব্য করছেন, তাদের প্রতি কঠোর সমালোচনা করা হয়েছে।

পোস্টের লেখক উল্লেখ করেছেন, কীভাবে পেট্রোলের দাম এক রাতে ৯০ টাকা থেকে ১৩৫ টাকায় পৌঁছে গেছে, ডিজেল ও কেরোসিনের মূল্যও দ্রুত বেড়ে ১২০ টাকা হয়েছে। একইভাবে সয়াবিন তেলের দাম মাত্র ৬ মাসের মধ্যে ১০০ টাকা থেকে ১৮০ টাকা হয়েছে।

এছাড়া মুরগি, পেঁয়াজ, চিনি, ডাল, আলু এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও দ্বিগুণ বা তারও বেশি বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে পোস্টটিতে প্রশ্ন তোলা হয়েছে, “আগে চুরির টাকা ছিল, তাই দাম হলেও সমস্যা হয়নি, এখন কাজ করে কিনে খেতে হচ্ছে তাই সমস্যা হচ্ছে!”

এই পোস্টটি দেশের চলমান অর্থনৈতিক সংকটের ওপর নজর দিতে এবং জনসাধারণের ভোগান্তি বোঝাতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ