সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

পলাশবাড়ীতে ২০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদককারবারি গ্রেফতার।

মো: রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

মো: রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি।

মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি। বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের রিরুদ্ধে নিয়মিত অভিযান করে আসছে। র‍্যাব-১৩, সিপিসি ৩, গাইবান্ধা। র‍্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের গত ১৮ (অক্টোবর) শুক্রবার রাত আটটার দিকে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রংপুর টু ঢাকা মহাসড়কে বাঁশকাটা এলাকায় পাকা রাস্তা হাজী ক্যাম্পের সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে সন্দেহজনক যাত্রীবাহি বাস  তল্লাশি করে ২০০ (দুইশত) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দসহ ০১ (এক) জন কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলম (৪০) নামে একজনকে গ্রেফতার করে র‍্যাব-১৩। গ্রেফতারকৃত আসামি হলেন রংপুর জেলার পীরগঞ্জ থানার কাফ্রিখাল গ্রামের মৃত্যু নেছার আলী ও মৃত শহিদা বেগমের ছেলে।

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ