শফিকুল ইসলাম রামগঞ্জ প্রতিনিধি।
রামগঞ্জে ছাত্রশিবিরের প্রাক্তন সাথী ও সদস্যদের নিয়ে সমাবেশ করেছে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮.০০টায় রামগঞ্জ মোহাম্মদীয়া চাইনিজ রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এডভোকেট নজির আহমেদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রামগঞ্জ পৌরসভার আমির এডভোকেট হাসান বান্না, সাবেক উপজেলা আমির মাষ্টার আবুল হোসেন, উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইন, পৌরসভার সেক্রেটারি ইসমাইল ইলিয়াস, জেলা শিবিরের সাবেক সভাপতি জহির আদনান সহ জামায়াত ও শিবিরের সাবেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নজির আহমেদ বলেন: ছাত্রশিবিরের নাম শুনলেই আমার ভিতর তারুণ্য জেগে ওঠে। আমার বয়স যেন ৩০ এর কোঠায় নেমে আসে। দুর্বার শিবিরের নেতৃবৃন্দ আজ ঝিমিয়ে পড়েছে বলে মনে হয়। জাতির দুঃসময় শিবির কে নেতৃত্বের হাল ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় সমাবেশের শিবিরের প্রাক্তন সাথী সমদস্যদের মধ্যে থেকে শতাধিক জনশক্তি উপস্থিত ছিলেন।